Header ads

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ পরীক্ষা ২০২১ ||Bangladesh Securities and Exchange Commission Recruitment Exam 2021


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ পরীক্ষা ২০২১


পদ : অফিস সহায়ক                 তারিখ : ২৭.০৮.২০২১
সময়: ৪০ মিনিট                        পূর্ণমান : ৪০

বাংলা

 ১। ‘গীতাঞ্জলি’ কার লেখা ?
উত্তর ঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

২। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?
উত্তর ঃ ভাষা 

৩। ‘অকালকুষ্মাণ্ড’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ অপদার্থ 

৪। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
উত্তরঃ বিপরীত অর্থে 

৫। ‘পানির’ সমার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ বারি, জল, সলিল

৬। ‘ইচ্ছে’ বিশেষ্যর বিশেষণ কোনটি? 
উত্তরঃ ঐচ্ছিক

৭। ‘কোথায় থাকা হ ‘ এটি কোন বাক্য ?
উত্তরঃ ভাব বাচ্য 

৮। ক্ষমার যোগ্য - এর বাক্য সংকোচন কোনটি? 
উত্তরঃ ক্ষমার্হ 

৯। ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ প্রত্যয়

১০। ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী ?
উত্তরঃ চির অশান্তি 

ENGLISH


1." ____is she? She's my friend from London"
Ans: Who

2. Today is Wednesday. Yesterday it ____Tuesday.
Ans: Was

3. Where ____Saran live?
Ans: does

4. Sorry, she can't pick up the phone. She ____a bath.
Ans: is having

5. You can keep my lPod  if you like. I ___it anymore.
Ans: don't use

6. The antonym of TERRIBLE.
Ans: Soothing

7. The synonym of PROHIBIT.
Ans: Forbid

8. কোন বাক্যটি শুদ্ধ ?
Ans: He will sit for the exam

9. Wolf  এর  plural কোনটি ?
Ans: Wolves

10. কোন বাক্যটি শুদ্ধ ?
Ans: The ant is an intelligent insect.

গণিত


১। ২৫০ ডিগ্রি কোনকে কী বলা হয় ?
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ 

২। রিয়া, সুমি, উমা একটি কাজ ২০, ১২, ১৫ দিনে করতে পারে । তবে তারা একত্রে কাজটি কতদিনে করবে ?
উত্তরঃ ৫ দিনে 

৩। একটি পুতুল ২৫ % লাভে ৩৭৫ টাকা বিক্রয় করা হলো । পুতুলটির ক্রয়মূল্য কত ছিল ?
উত্তরঃ ৩০০ টাকা 

৪। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে ?
উত্তরঃ সম্পূরক কোণ বলে 

৫। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বছরের সুদে আসলে তিনগুণ হবে ?
উত্তর ঃ ২৫% 

৬। একটি বিদ্যালয়ে ৫০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে । ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায় । যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত ?
উত্তরঃ ৪০০০

৭। একটি কলম ৭২০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয় । কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে ?
উত্তরঃ ৯৬০ টাকা 

সাধারণজ্ঞান

১। ইংল্যান্ডের মুদ্রার নাম কী ?
উত্তরঃ পাউন্ড

২। বাংলাদেশের কোন জেলাটি চায়ের জন্য বিখ্যাত ?
উত্তরঃ সিলেট

৩। বাংলাদেশের জাতীয় সংগীত এর রচয়িতা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

৪। পৃথিবীর বৃহতম ব-দ্বীপ কোনটি ?
উত্তরঃ বাংলাদেশ 

৫। বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ কয়টি ?
উত্তরঃ ২ টি 

৬। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
উত্তরঃ ৩ টি 

৭। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৯৭ সালে 

৮। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে ?
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী 

৯। কোনটি স্থানীয় সরকার নয় ?
ক) পৌরসভা     খ) পল্লীবিদ্যুৎ    গ) সিটি কর্পোরেশন     ঘ) উপজেলা পরিষদ
উত্তরঃ খ) পল্লীবিদ্যুৎ

১০। জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট -
ক) মালদ্বীপ    খ) ইন্দোনেশিয়া     গ) বাংলাদেশ        ঘ) ভারত
উত্তরঃ ইন্দোনেশিয়া
  





দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 









বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ 2021,সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন,সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন,সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ নিয়োগ আবেদন ফরম করার নিয়ম,বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ এন্ড কমিশন নিয়োগ-২০২১,বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনsecurities and exchange commission job 2021,bangladesh securities and exchange commission,securities and exchange commission of bangladesh jobs 2021,bangladesh securities and exchange commission careers,securities and exchange board,bangladesh securities and exchange commission question,bangladesh securities and exchange commission job circular 2021,bangladesh security and exchange commission,securities and exchange commission

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.