Header ads

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশণ কোম্পানি নিয়োগ পরীক্ষা ২০২১ || Dhaka Power Distribution Company Recruitment Exam 2021

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশণ কোম্পানি নিয়োগ পরীক্ষা ২০২১

পদ: সুইচবোর্ড এটেন্ডেন্ট                      তারিখ: ০৫.১১.২০২১
সময়: ৩০ মিনিট                                  পূর্ণমান: ৫০

বাংলা

১। ভাষার মৌলিক উপাদান কয়টি ?
উত্তরঃ ৪ টি 

২। ধ্বনির লিখিত রূপকে কী বলা হয় ?
উত্তরঃ বর্ণ

৩। কোনটি পারিভাষিক শব্দ ?
ক) সমাস    খ) লিঙ্গ    গ) কারক    ঘ) বচন
উত্তরঃ ঘ) বচন

৪। ‘অকুলপাথার’ বাগধারাটির অর্থ কী ?
উত্তরঃ ভীষণ বিপদ 

৫। ‘নেত্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ নয়ন, চোখ, দর্শণ

৬। ‘সোজন বাদিয়ার ঘাট’ কোন জাতীয় রচনা ?
উত্তরঃ কাব্যগ্রন্থ

৭। বাংলায় উপসর্গ রয়েছে কয়টি ?
উত্তরঃ ২১ টি

English

1. An idea city should be crisscrossed ____canals.
Ans: with

2. Which of the following is an example of correct tense?
Ans: Before I worked on the project, I had drawn its preliminary drafts.

3. Find Out the correct use of articles.
Ans: I devoted all of my time to the care of the poor.

4. Which of the following words is correctly spelt?
Ans: cemetery

5.  আমার শরীর ম্যাজ ম্যাজ করছে । এর ইংরেজি অনুবাদ হবে -
Ans: I am feeling out of sorts.

গণিত

১। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত ?
উত্তরঃ ১৫%

২। ১,৫,৯,------৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত ?
উত্তরঃ ৪১

৩। শতকরা বার্ষিক ৭ টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছর পর মূলধন কত?
উত্তরঃ ৯২৩ টাকা

৪। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ?
উত্তরঃ ৫

৫। ক ও খ একটি কাজ ৮০ দিনে ৬৪০০০ টাকায় নির্মাণ করে দিবে বলে চুক্তি করল এবং ৫০ দিন পর ক চলে গেল । বাকি কাজ খ একাকী ৬০ দিনে শেষ করল । ক মজুরি বাবদ কত টাকা পাবে ?
উত্তরঃ ২০,০০০ টাকা 

৬।  একজন কলা বিক্রেতা প্রতিটি ৫ টাকা দরে ক্রয় করে ১/৩ অংশ কলা ১০% ক্ষতিতে বিক্রয় করে । অবশিষ্ট কলা কী দরে বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না ?
উত্তরঃ ৫.২৫ টাকা 

৭। ২৯২ জন সৈন্যকে এমনভাবে সাজানো হলো যাতে সারির সংখ্যা ও সদস্য সংখ্যা সমান হয় । এতে কতজন সৈন্য বাদ দিতে হবে ?
উত্তরঃ ৩ জন সৈন্য বাদ দিতে হবে 

সাধারণজ্ঞান


১। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ?
উত্তরঃ ২ নম্বর ।

২। বিশ্ব সাক্ষরতা দিবস কবে ?
উত্তরঃ ৮ সেপ্টেম্বর 

৩। যক্ষার প্রতিষেধক কোনটি ?
উত্তরঃ বি.সি.জি

৪। নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা ?
a) HTML    b) PHP    c) JAVA    d) PYTHON
উত্তরঃ HTML

৫। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় ?
ক) কী-বোর্ড    খ) মাউস    গ) স্ক্যানার     ঘ) প্রিন্টার 
উত্তরঃ প্রিন্টার 

৬। এক টেরাবাইট সমান কত গিগাবাইট ?
উত্তর: ১০২৪ গিগাবাইট 

৭। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তরঃ 100-200 mg/dL

৮। কারেন্ট এর একক পরিমাপের মাধ্যম কোনটি ?
উত্তরঃ অ্যামিটার 

৯। টি-২০ ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারে ?
উত্তরঃ ৪ ওভার 

১০। সরকারি তথ্য ও সেবার জরুরি হটলাইন নাম্বার কত ?
উত্তরঃ ৩৩৩

১১। দুটি কোষের তড়িচ্চালক বল পরিমাপে  কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ ভোল্টমিটার 

১২। একটি 220V এর হিটার 110V এ চালালে উৎপাদিত তাপ কত হবে ?
উত্তরঃ অর্ধেক

১৩। যে পরিমান ভোল্ট বহিঃবর্তনীতে কোনো কাজে আসে না তাকে কী বলা হয় ?
উত্তরঃ নষ্ট ভোল্ট




দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 








desco পরীক্ষার মান বন্টন,ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি। sub assistant engineer। question pattern,ডিপিডিসি সুইচ বোড এ্যাটেনডেন্ট,govt job circular 2022,job exam question solution,desco । sub assistant engineer । dhaka polytechnic question pattern 2022,job explan,desco exam question pattern 2022। sub assistant engineer,desco exam question pattern,desco job circular 2022,job circular today,desco । sub assistant engineer । dhaka polytechnic question patterndhaka power distribution company job circular 2021,dhaka power distribution company,dhaka power distribution company limited job circular 2021,dhaka power distribution company ltd,dhaka power distribution company limited job circular 2022,dhaka power distribution company limited (dpdc),dhaka power distribution company ltd job circular 2021,dhaka power distribution,dhaka power distribution company limited,dhaka power distribution company ltd job




No comments

Theme images by Maliketh. Powered by Blogger.