Header ads

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরী pmo job circular 2024

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)'য় চাকরির সুযোগ!

pmo job circular 2024



বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন পদে মোট ৮৫ জন কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। এই নিয়োগে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:

১. সিস্টেম এনালিস্ট: ০১ জন

২. প্রোগ্রামার: ০১ জন

৩. সহকারী পরিচালক: ০৫ জন

৪. হিসাবরক্ষণ কর্মকর্তা: ০১ জন

৫. জনসংযোগ কর্মকর্তা: ০১ জন

৬. সহকারী প্রোগ্রামার: ১০ জন

৭. ফোরম্যান: ০১ জন

৮. মেইনটেনেন্স সহকারী: ০১ জন

৯. লাইব্রেরিয়ান: ০১ জন

১০. অডিটর: ০১ জন

১১. বিনিয়োগ সহকারী: ১৮ জন

১২. অভ্যর্থনাকারী: ০১ জন

১৩. ফটোগ্রাফার: ০১ জন

১৪. লাইব্রেরী সহকারী: ০১ জন

১৫. অফিস সহায়ক: ৫০ জন


আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের বিডা'র ওয়েবসাইট (bida.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৪ঠা জুলাই ২০২৪।


বিস্তারিত জানার জন্য:

বিডা'র ওয়েবসাইট (https://www.bida.gov.bd/) অথবা (bida.teletalk.com.bd) দেখুন।

সরাসরি যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

(প্রধানমন্ত্রীর কার্যালয়)

ই- ৬/বি, আগারগাঁও 

শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭

মেইল: info@bida.gov.bd
ফোন: +880-2-44826795-99

এই চাকরির সুযোগটি দেশের উদীয়মান যুবক-যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিডা'তে কর্মরত থাকার অর্থ হলো সরকারি চাকরির সুবিধা ভোগ করা এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ পাওয়া। তাই যারা যোগ্যতা সম্পন্ন এবং সরকারি চাকরিতে আগ্রহী তারা দ্রুত আবেদন করুন।


দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.