সাইকেল বালিকা || Bicycle Gir
সাইকেল বালিকা
আমাদের ঢাকায় যা দেখা যায়না বললেই চলে তা দেখা যায় উত্তরবঙ্গে । সব মেয়েরা সাইকেল চালায়। এমনকি মাদ্রাসায় বোরখা পড়া মেয়ে গুলোও সাইকেল চালিয়ে মাদ্রসায় যাচ্ছে। ঢাকায় বা শহরে কোনো মেয়ে সাইকেল চালালে আমাদের দৃষ্টি যেভাবে আড়চোখে পড়ে সেটা আবার উত্তরবঙ্গে পুরো উল্টো। কেউ ফিরেও তাকায় না মেয়েদের সাইকেল চালানোর দিকে। তারা একা নীরব রাস্তায় দু পাশে জঙ্গল এর মাঝে সাইকেল চালিয়ে মাইলের পর মাইল ছুটে যায় স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে। এরকম বাংলাদেশ কেনো সব জায়গায় দেখা যায়না আমার ভীষন অবাক লাগে! জয় হোক তাদের।
From: Nasif Imtiaz facebook post


No comments