সাম্প্রতিক বাছাইকৃত গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান প্রশ্নোত্তর ।। General Knowledge Questions and Answers
সাম্প্রতিক বাছাইকৃত গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান প্রশ্নোত্তর
বাংলাদেশ
১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল কবে উদ্বোধন হয় কবে?
উত্তর: ৭ অক্টোবর ২০২৩।
২. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৩য় টার্মিনালের নকশাকার কে?
উত্তর: রোহানি বাহারিন (সিঙ্গাপুর)।
৫. পদ্মা রেল সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন চলাচল কত তারিখে উদ্বোধন করা হলো?
উত্তর: ১০ অক্টোবর ২০২৩।
৬. বঙ্গবন্ধু টানেল/কর্ণফুলী টানেল কত তারিখে উদ্বোধন করা হবে?
উত্তর: ২৮ অক্টোবর ২০২৩।
৭. বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতির নাম কী?
উত্তর: ওবায়দুল হাসান।
৮. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর-ফার্মগ্রেট অংশের উদ্বোধন হয় কত
তারিখে?
‘ উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৩।
৯. বাংলাদেশের নতুন উদ্ভাবিত বারোমাসি আঁঠাবিহীন কাঁঠালের জাতের নাম কী?
উত্তর: বারি কাঁঠাল-৬
১০. বাংলাদেশের প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির নাম কী?
উত্তর: সহায় প্রেগন্যান্সি।
১১. ২০২৪ সালের ৯৬তম অস্কারে মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম কী?
উত্তর: পায়ের তলায় মাটি নাই ।
১২. কোন দেশের সহায়তায় 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' উৎক্ষেপণ করা হবে?
উত্তর: ফ্রান্সের।
১৩. দেশের কোন সরকারি হাসপাতালে সর্বপ্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়?
উত্তর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ।
১৪. বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর?
উত্তর: ৬০ বছর।
১৫. জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত?
উত্তর: ১,০০৮ টি।
১৬. জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে বর্তমানে দেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পদ্মা।
১৭. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' মূলত কোন ধরনের স্যাটেলাইট?
উত্তর: আর্থ অবজারভেটরি স্যাটেলাইট।
১৮. দেশের প্রথম ট্যানেলের নাম কী?
উত্তর: কর্ণফুলী ট্যানেল / বঙ্গবন্ধু ট্যানেল।
১৯. যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের প্রতিবেদন অনুযায়ী
বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি?
উত্তর: ঢাকা।
২০. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ কততম
পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হবে?
উত্তর: ৩৩ তম।
21. Digital Security Act-2018-এর বতর্মান নাম কী?
উত্তর: Cyber Security Act-2023
২২. ২০২৩ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর: করভি রাকসান্দ।
২৩. বাংলাদেশের বর্তমান অর্থসচিবের নাম কী?
উত্তর: মো: খায়রুজ্জামন মজুমদার।
২৪. শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
উত্তর: বঙ্গমাতা।
২৫. দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
উত্তর: তিস্তা সোলার লিমিটেড।
২৬. দেশের প্রথম সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কাপ্তাই রাঙ্গামাটি।
২৭. ‘স্মার্ট বাংলাদেশ' দিবস কত তারিখে পালিত হবে?
উত্তর: ১২ ডিসেম্বর।
২৮. ডিজিটাল বাংলাদেশ দিবসের বর্তমান নাম কী?
উত্তর: স্মার্ট বাংলাদেশ দিবস।
২৯. বাংলাদেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) কের নাম কী?
উত্তর: ফাহমিদা ইসলাম।
৩০. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
৩১. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্ধোধন করা হয় কবে?
উত্তর: ২ সেপ্টেম্বর ২০২৩।
৩৩. বর্তমানে বাংলাদেশে ইসি'র নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উত্তর: ৪৪ টি।
৩৪. বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম কী?
উত্তর: সাইবার নিরাপত্তা আইন ।
৩৫. বাংলাদেশের ১৭তম বা সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের নাম কী?
উত্তর: নাটোরের কাঁচাগোল্লা ।
৩৬. নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার মূল কারিগরের নাম কী?
উত্তর: মধুসূদন পাল ।
৩৭. বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
উত্তর: তিস্তা সোলার লিমিটেড।
৩৮. জনতা ব্যাংক লিমিটেডের নতুন নাম কী?
উত্তর: জনতা ব্যাংক পিএলসি।
সর্বজনীন পেনশন ব্যবস্থা
১. বাংলাদেশে কত তারিখে সর্বজনীন পেনশন ব্যবস্থা কবে উদ্ধোধন করা হয়?
উত্তর: ১৭ আগষ্ট ২০২৩।
২. সর্বজনীন পেনশন ব্যবস্থায় কয়টা স্কীম?
উত্তর: ৪টি (প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাস)
৩. প্রবাসীদের জন্য চালুকৃত পেনশন স্কীমের নাম কী?
উত্তর: প্রবাস পেনশন স্কীম।
আর্ন্তজাতিক
২. সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কী?
উত্তর: আদিত্য এল-১
৪. জি-২০ এর সর্বশেষ সদস্য কে?
উত্তর: আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)
৫. জি-২০ এর ২০২৩ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: নয়া দিল্লী, ভারত।
৬. জি-২০ এর ২০২৪ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: রিউও জেনেরিও, ব্রাজিল।
৭. ইউনেস্কো ঘোষিত ভারতের বিশ্ব ঐতিত্যের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন
১১. ১৫ তম BRICS কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
১২. চাঁদের বুকে অবতরণের সময় ধ্বংসপ্রাপ্ত রাশিয়ার মহাকাশযানের নাম কী?
উত্তর: লুনা ২৫।
১৩. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী তৈরি পোশাক রপ্তনিতে শীর্ষ দেশ
কোনটি?
উত্তর: চীন।
১৪. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি
পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ২য় ।
১৫. বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা-২০২৩ অনুয়ায়ী রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র)
চন্দ্রযান-৩
১. চাঁদের বুকে সফলভাবে অবতরণকৃত ভারতীয় মহাকাশযানের নাম কী?
উত্তর: চন্দ্রযান ৩।
২. ভারতের চন্দ্রযান-৩ চাঁদের কোন মেরুতে অবতরণ করে?
উত্তর: দক্ষিণ মেরুতে।
৩. কততম দেশ হিসেবে ভারতের মহাকশযান চাঁদের মাটি স্পর্শ করে?
উত্তর: চতুর্থ (রাশিয়া, আমেরিকা, চীনের পর)।
ক্রীড়াঙ্গন
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
১. বিশ্বকাপ ক্রিকেটে ২০২৩ আয়োজক দেশ?
উত্তর: ভারত (অংশগ্রহণকারী দেশের সংখ্যা-১০)।
২. বিশ্বকাপ ক্রিকেট-২০২৩ এর লোগোর নাম কী?
উত্তর: নভরাসা।
৩. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর অফিসিয়াল থিমসং কী?
উত্তর: দিল জশন বোলে।
৪. প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করতে
যাচ্ছে বাংলাদেশের কোন অ্যাম্পায়ার?
উত্তর: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
৫. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে?
উত্তর: আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
৬. ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৯ নভেম্বর ২০২৩।
খেলাধুলা
১. বাংলাদেশকে বিশ্বকাপ ক্রিকেটে নেতৃত্বদানকারী অধিনায়কের নাম কী?
উত্তর: সাকিব আল হাসান।
২. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস কোন দলের?
উত্তর: নেপাল ৩২৪ রান (মঙ্গোলিয়ার বিপক্ষে)।
৩. আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কে?
উত্তর: কুশাল মাল্লা (৩৪ বলে)।
৪. ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়?
উত্তর: সুনীল নারাইন।
নারী বিশ্বকাপ ফুটবল-২০২৩
১. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।
২. ২০২৩ সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: স্পেন (ইংল্যান্ডকে হারিয়ে)।
৩. ফিফা নারী বিশ্বকাপ-২০২৩ এ গোল্ডেন বল লাভ করে কোন খেলোয়াড়?
উত্তর: আইতানা বোনমাতি (স্পেন)।
এশিয়া কাপ ক্রিকেট- ২০২৩
১. এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশের নাম কী?
উত্তর: পাকিস্থান এবং শ্রীলংকা।
২. এশিয়া কাপে সর্বপ্রথম অংশগ্রহণকারী দেশের নাম কী?
উত্তর: নেপাল ।
৩. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: ভারত (শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে)।
নোবেলনামা ২০২৩
১. ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: ক্লভিয়া গোল্ডেন (ইউএসএ)।
২. অর্থনীতিতে ক্লভিয়া গোল্ডেন নোবেল পুরস্কার পান কোন বিষয়য়ে ভূমিকা পালনের জন্য?
উত্তর: শ্রমবাজারে নারীর ভূমিকা।
৩. ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: ক্যাটালিন কারিকো (হাঙ্গেরি) এবং ডু উইসম্যান (ইউএসএ)।
৪. চিকিৎসাশাস্ত্রে কোন বিষয়ের সাথে অবদানের জন্য তারা নোবেল পুরস্কার পান?
উত্তর: কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন বিকাশের জন্য।
৫. ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস এস ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ (তিনজনই
ইউএসএর নাগরিক)।
৬. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: জন ওলাভ ফসে/ জন ফসে (নরওয়ে)।
৭. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী এবং তিনি কোন দেশের নাগরিক?
উত্তর: নার্গিস মোহাম্মদী এবং তিনি ইরানের নাগরিক।
৮. নার্গিস মোহাম্মদীকে কোন বিষয়ে অবদানের জন্য ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়?
উত্তর: ইরানের নারীদের এবং মানবাধিকার পক্ষে সোচ্চার থাকার জন্য।
৯. ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: পিয়েরে অ্যাগোস্টিনি (মার্কিন যুক্তরাষ্ট্র), ফেরেস্ক ক্রাউস (জার্মানি) এবং
অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)।
নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার পরীক্ষায় আসার মতো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. নোবেল পুরস্কারের প্রবর্তকের নাম কী?
উত্তর: আলফ্রেড নোবেল।
২. সর্বপ্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান কারা হয়?
উত্তর: ১৯০১ সালে।
৩. ১৯০১ সালে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: পাঁচটি বিষয়ের উপর।
৪. অর্থনীতিকে কত সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়?
উত্তর: ১৯৬৯ সালে।
৫. বর্তমানে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ৬টি।
৬. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?
উত্তর: নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট ।
৭. পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?
উত্তর: রয়েল সুইডশ একাডেমি অব সাইন্সেস।
৮. সাহেত্যে নোবেল পুরস্কার ঘোষাণা করে কোন কমিটি?
উত্তর: সুইডিশ একাডেমি।
৯. নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
উত্তর: ১ কোটি সুইডিশ ক্রোনার।
১০. শান্তিতে সর্বাধিক তিন বার নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
উত্তর: রেড ক্রস ।
জলবায়ু
* বিশ্বের সবচেয়ে কার্বণ নিঃসরণ করে - চীন ।
* মাথাপিছু কার্বণ নিঃসরণে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ।
* মাথাপিছু গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ - কাতার ।
* বিশ্বের ১ম কার্বণ শূন্য দেশ - ভূটান ।
* বিশ্বের ১ম কার্বণ কর চালু করে - ফিনল্যান্ড ।
* বিশ্বের ১ম কার্বণ শুল্ক করে - ইউরোপীয় ইউনিয়ন । (১অক্টোবর ২০২৩)
* পৃথিবীতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে - রাশিয়া ।
* দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে - ভূটান ।
* বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে জেলায় - বাগেরহাট জেলায় ।
* বিশ্বের সবচেয়ে বড় বনভূমি - তৈগা বনভূমি ।
* পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট - আমাজান । আমাজানকে বলা হয় পৃথিবীর ফুসফুস । কারণ পৃথিবীর মোট অক্সিজেনের ২০% সরবরাহ করে আমাজান ।
* পৃথিবীতে বেশি সংখ্যক ম্যানগ্রোভ বন রয়েছে - ইন্দোনেশিয়ায় ।
* পৃথিবীতে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন - সুন্দরবন ।
* টেকসই পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে ।
* নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন Green Peace ১৯৭৪ থেকে কাজ করে যাচ্ছে ।
* ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন World Watch 1991 থেকে কাজ করে যাচ্ছে ।
* ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক পরিবেশবাদী সংগঠন EEA/ European Environment Agency ১৯৯৩ সাল থেকে কাজ করে যাচ্ছে ।
* বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সাল থেকে কাজ করে যাচ্ছে - আইনজীবীদের সংগঠন BELA (Bangladesh Environment Lowers Association. এবং ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে BAPA (Bangladesh Poribesh Andolan)
* পরিবেশগত আন্তর্জাতিক কর্মসূচি গ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় UNEP (United Nations Environment Programme) । এর সদর দপ্তর নাইরোবিতে ।
* বিশ্ব আবহাওয়া ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় WMO (World Meteorological Organization) । এর সদর দপ্তর জেনেভা ।
* WMO ও UNEP এর উদ্যোগে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় IPCC (Intergovernmental Panel on Climate Change). এর সদর দপ্তর জেনেভা । সংগঠিনটি শান্তিতে নোবেল পায় - ২০০৭ সালে ।
* জাতিসংঘের উদ্যোগে ১৯৯২ সালে স্বাক্ষরিত হয় UNFCCC (United Nations Framework Convention on Climate Change). এটি কার্যকর হয় ১৯৮৪ সালে । বাংলাদেশ স্বাক্ষর করে ১৯৯২ সালে এবং অনুমোদন করে ১৯৯৪ সালে ।
COP - Conference Of the Parties
* প্রতিবছর UNFCCC এর উদ্যোগে যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় সে সম্মেলনকে বলা হয় - COP.
* COP-1 সম্মেলন হয় ১৯৯৫ সালে বার্লিনে ।
* COP-28 সম্মেলন হয় 2023 সালে দুবাই ।
* COP-29 সম্মেলন হয় 2024 সালে বাকুতে ।
* COP-30 সম্মেলন হয় 2025 সালে রিওডি জেনেরিওতে ।
প্যারিস জলবায়ু চুক্তি
- স্বাক্ষরিত হয় - ২২ এপ্রিল ২০১৬ সালে ।
- কার্যকর হয় - ৪ নভেম্বর ২০১৬ সালে ।
- বাংলাদেশ স্বাক্ষর করে - ২২ এপ্রিল ২০১৬ সালে ।
উদ্দেশ্য - আগামী ২০৫০ সালের মধ্যে শিল্পবিপ্লবের সময়কার তাপমাত্রার থেকে পৃথিবীর
গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমানো ।
- যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় - ৪ নভেম্বর ২০২০ সালে ।
- যুক্তরাষ্ট্র এ চুক্তিতে আবার ফিরে আসে ১৯ ফেব্রুয়ারি ২০২১ সালে ।
কিয়াটো প্রটোকল
- স্বাক্ষরিত হয় - ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে ।
- কার্যকর হয় - ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে ।
- বাংলাদেশ স্বাক্ষর করে - ২০০১ সালে ।
উদ্দেশ্য:বৈশ্বিক উষ্ণতা হ্রাস কল্পে কার্বণ ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রা কমিয়ে আনা যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় - ২০০১ সালে ।
No comments