Header ads

“রাজনীতিই দুর্নীতির জন্ম দেয়” ব্যাখ্যা কর । Explain “Politics breeds corruption”.

  “রাজনীতিই দুর্নীতির জন্ম দেয়” ব্যাখ্যা কর ।

সমাধান।।

ভূমিকা ঃ রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে । রাষ্ট্রের কার্যাবলি দ্বারা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ‍ বণ্টন নিশ্চিত করতে রাজনীতির ভূমিকা অপরিসীম । রাজনীতিকে বলা হয় রক্তপাতহীন যুদ্ধ আর যুদ্ধ হলো রক্তপাতজনিত রাজনীতি । আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় "Power Game" যখন রাজনীতিতে চরম আকার ধারণ করে তখন সমাজ বা রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি দেখা দেয় । সেজন্যই রাজনীতি থেকে দুর্নীতি দেখা দেয় । 

রাজনীতিই দুর্নীতির জন্ম দেয় ঃ রাজনীতিতে যখন Power game চরম আকার দেখা দেয় তখনই রাজনীতিতে দুর্নীতির ব্যাপকতা  দেখা দেয় । সেই সূত্রে বলা যায় রাজনীতিই দুর্নীতির জন্ম দেয় । নিম্নে রাজনীতিই যে দুর্নীতির জন্ম দেয় তা আলোচনা করা হলো :

ক্ষমতার অপব্যবহারঃ রাজনীতির সাথে দুর্নীতি একটি নেতিবাচক দিক । যখন রাজনৈতিক নেতারা রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার করে তখন রাজনীতিতে দুর্নীতির বাসা বাধে । এ দুর্নীতি মুক্ত তখনই হয় যখন রাজনৈতিক নেতারা ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখে ।

নিরপেক্ষতার অভাব ঃ রাজনীতিতে নিরপেক্ষ থাকা অনেক কঠিন । নিরপেক্ষ রাজনীতিতে দুর্নীতি মুক্ত থাকে । কিন্তু যখন রাজনীতিতে নিরপেক্ষতার অভাব তখন দুর্নীতি রাজনীতিকে গ্রাস করে । সেজন্য রাজনীতিতে নিরপেক্ষ থাকা উচিত ।

রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবঃ রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব লক্ষ্য করা যায় । যখন রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না তখন রাজনীতি দুর্নীতি গ্রস্ত হয় । ফলে দুর্নীতির কারণে রাষ্ট্রে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে । তাই রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত ।


ক্ষমতার লোভঃ কোনো সমাজ বা রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে যদি জবাবদিহিতা না থাকে তখন রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষমতার লোভ দেখা দেয়, যা রাজনীতিকে কলুসিত করে । ক্ষমতার লোভ থেকেই সমাজ ও রাষ্ট্রে দুর্নীতির দেখা দেয় । 

স্বজনপ্রীতিঃ রাজনীতি এমন একটি স্থান যেখানে স্বজনপ্রীতি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে । স্বজনপ্রীতি রাজনীতিতে দুর্নীতির জন্ম দেয় । স্বজনপ্রীতিতে দুর্নীতি মারাত্মক আকার ধারণ করে । এজন্য রাজনীতি থেকে স্বজনপ্রীতি রোধ একান্ত অপরিহার্য । 

স্বার্থপরতাঃ রাজনীতি একটি স্বার্থপূর্ণ্ স্থান । এখানে রাজনীতিবিদরা নিজ স্বার্থ হাছিলে সদা তৎপর থাকে । এসব স্বার্থপরতা দুর্নীতির জন্ম দেয়, তাই রাজনীতিতে স্বার্থপরতা দূর করতে হবে । 

রাজনৈতিক দল ঃ রাজনীতিতে দল ব্যবস্থার পক্ষ-বিপক্ষ থাকে । ফলে রাজনীতিতে দলাদলির উদ্ভব দেখা দেয় । রাজনীতিতে দলাদলির ফলে দুর্নীতির সৃষ্টি হয় । তাই রাজনীতিতে দলাদলি বন্ধ করতে হবে । 

গণমাধ্যমের স্বাধীনতা হরণ ঃ কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গণমাধ্যমের স্বাধীনতা একান্ত প্রয়োজন । গণমাধ্যমের স্বাধীনতা হরণ হলে রাজনীতিতে দুর্নীতির সৃষ্টি হয় । তাই গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য । যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা যায় তবেই রাজনীতিতে দুর্নীতি মুক্ত থাকবে। 

উপসংহার  ঃ পরিশেষে বলা যায় যে, রাজনীতি দুর্নীতির জন্ম দেয় ঠিকই তবে এর পেছনে দায়ী হলো রাজনৈতিক নেতাকর্মীরা । রাজনীতির মুখ্য লক্ষ্য হলো জনকল্যাণ কামনা করা । কিন্তু রাজনীতির ইতিবাচক দিকের পাশাপাশি এর নেতিবাচক দিকগুলো ফুটে ওঠার কারণে রাজনীতিতে দুর্নীতির উদ্ভব হয় । তাই যাতে করে রাজনীতি থেকে দুর্নীতির জন্ম না হয় সেজন্য সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে হবে । 




দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.