Header ads

পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০ ।।Department of Environment Recruitment Exam 2020

 পরিবেশ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২০

পদ: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট            তারিখ : ১৩.০৩.২০২২
সময় : ১ ঘন্টা                                   পূর্ণমান : ৭০

বাংলা

১। বাংলা ভায়ায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার ।
২। ‘খুশি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
উত্তরঃ অখুশি 
৩। ‘কচি’ শব্দটির অর্থ কী ?
উত্তরঃ নতুন 
৪। ‘যিনি নৌকা চালান’ এক কথায় কী হবে ?
উত্তরঃ মাঝি 
৫। কোন বানানটি শুদ্ধ ?
ক) তাঁতি        খ) ঔষধ        গ) অষুধ        ঘ) ওষুধ
উত্তরঃ ‘ক’ ও ‘ঘ’ উভয়ই সঠিক
৬। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন ?
উত্তরঃ ১৯৭৬ সালে 
৭। মুস্তফা মনোয়ার হলেন একজন --
উত্তরঃ চিত্রশিল্পী ।
৮। ‘একুশের গান’ কাবতার রচয়িতা কে?
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী 
৯। ‘নারী’ কবিতার রচয়িতা কে ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম 
১০। ‘ইত্যাদি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে ?
উত্তরঃ ইতি + আদি 
১১। ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ ?
উত্তরঃ অলস
১২। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী ?
উত্তরঃ বীরবল 
১৩। ‘বুদ্ধিমান’ এর বিশেষ্য পদ কী ?
উত্তরঃ বুদ্ধিজীবী 
১৪। ধানসিঁড়ি কীসের নাম ?
উত্তরঃ নদীর নাম 
১৫। বাংলা ভাষার রীতি কয়টি ?
উত্তরঃ ২ টি ।
১৬। বাঙালি জাতির মাতৃভাষা কোনটি ?
উত্তরঃ বাংলা 
১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি ?
উত্তরঃ আমাদের ছোট নদী ।
১৮। পল্লীকবি জসীম উদদীন রচিত নাটক কোনটি ?
উত্তরঃ  বেদের মেয়ে ।
১৯। সন্ধি শব্দের অর্থ কী ?
উত্তরঃ মিলন
২০। ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

ENGLISH


1. Choose the correct sentence ___
ans: How old are you ?
2. আমার একটি কুকুর ছিল ।
Ans: I had a dog. 
3. Hazi Mohsin was ___ the poor .
Ans: kind to
4. our examination ______ on 13 March 2020.
Ans: begins
5. 'DoE' এর পূর্ণরূপ কী ?
Ans: Department of Environment
6. Select the missing word. Helen is 20 years __
Ans: old
7. Food gives us ___
Ans: energy
8. পরিবেশ, বন ও জলবায়ু মন্তণালয়ের ইংরেজি নাম কী ঃ
Ans: MoEFCC
9. The Sundarban is famous for __
Ans: Mangrove Forest
10. How Many districts are there in our country ?
Ans: 64
11. ’পরিবেশ’ এর ইংরেজি শব্দ __
Ans: Environment
12. Opposite word of 'Good'__
Ans: Bad
13. Feminine Gender of 'Man' __
Ans: Woman
14. Halves  কোন শব্দের Plural?
Ans: Half
15. ___ earth is round.
Ans: The
16. Which of the Following is adverb?
Ans: Quickly
17. Please be ___ when you cross this road.
Ans: careful
18. A word indicating ;Action' is called ______
Ans: Verb
19. মহাসড়ক’ এর ইংরেজি কী ?
Ans: Highway

গণিত
১। নিচের কোনটি ৩ ও ৬ ্রএর গুণিতক ?
উত্তরঃ ১৮
২। ৪টি ঝুড়িতে যথাক্রমে ৩, ০, ৪ ও ৫ টি করে কমলা থাকলে প্রত্যেক ঝুড়িকে গড়ে কয়টি করে কমলা আছে ?
উত্তরঃ ৩টি 
৩। ০.২৫ ✖ ০.৪ = কত ?
উত্তরঃ ০.১
৪। ৪ সে.মি. ব্যাস বির্শিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে ?
উত্তরঃ ২ সে.মি.
৫। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কী  ?
উত্তরঃ গুণক
৬। ভাজক ১০, ভাগফল ১০ ও ভাগশেষ ১ হলে ভাজ্য কত ?
উত্তরঃ ১০১
৭। একটি সংখ্যার ১০ গুণ ২৪০ হলে সংখ্যাটি কত ?
উত্তরঃ ২৪
৮। অপ্রকৃত ভগ্নাংশ কোনটি ?
উত্তরঃ ৭/৪
৯। ৫২ -ক = ৩০, ‘ক’ এর মান কত ?
উত্তরঃ ২২
১০। ১/৪ + ১/১২ + ১/৩ = কত ?
উত্তর ঃ ২/৩
১১। ১ কুইন্টাল সমান কত কেজি ?
উত্তরঃ ১০০ কেজি 
১২। (৭ + ক) ✖ ৩ = ৩০ হলে ‘ক’ এর মান কত ?
উত্তরঃ  ৩
১৩। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার । জমিটির দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৮৫
১৪। যে চতুর্ভুজের  এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে ?
উত্তরঃ সামান্তরিক 
১৫। সামান্তরিকের বিপরীত কোনগুলো 
উত্তরঃ পরস্পর সমান 
১৬। গাড়ির ওজন প্রকাশের একক কোনটি ?
উত্তরঃ টন 

সাধারণজ্ঞান 


১। নিচের কোন সালটি অধিবর্ষ নয় ?
উত্তরঃ ১৯০০
২। বাংলাদেশের রাত ৮ টা আন্তর্জাতিক সময় কত ?
উত্তরঃ ২০ টা 
৩। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তরঃ ক্লিপ বোর্ডে
৪। কোনটি জারক পদার্থ নয় ?
উত্তরঃ হাইড্রোজেন 
৫। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ?
উত্তরঃ মেরু অঞ্চলে ।
৬। প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমানে থাকে ?
উত্তর ঃ ৮০ - ৯০ ভাগ 
৭। চা পাতায় কোন ভিটামিন থাকে ?
উত্তরঃ ভিটামিন ‘বি কমপ্লেক্স’
৮। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয় ?
উত্তরঃ ফিশন 
৯। কোনটি জলবায়ুর উপাদান নয় ?
উত্তরঃ সমুদ্রস্রোত 
১০। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয় ?
উত্তরঃ পারকিনসন
১১। ‘ড্রাই  আইস’ তৈরিতে ব্যবহৃত হয় ?
উত্তরঃ  কার্বন ডাইঅক্সাইড
১২। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় ?
উত্তরঃ গামা রশ্মি





দৃষ্টি আকর্ষণঃ 
আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 


No comments

Theme images by Maliketh. Powered by Blogger.