Header ads

ভোটার হওয়ার নতুন নিয়ম ২০২২ - নতুন ভোটার হতে কী কী লাগে - এনআইডি (NID) কার্ড করতে কী কী লাগে || Documents required for new voter registration

জাতীয় পরিচয়পত্র করতে প্রয়োজনীয় কাগজপত্র

ভোটার হওয়ার নতুন নিয়ম ২০২২ - নতুন ভোটার হতে কী কী লাগে

এনআইডি (NID) কার্ড করতে কী কী লাগে


জাতীয় পরিচয়পত্র বা (NID) কার্ড এর জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ভোটার নিবন্ধন এর কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল নাগাদ এর কার্যক্রম শুরু করেছ। যাদের জন্ম ০১/০১/২০০৭  বা এর পূর্বে এবং যারা ইতিপূর্বে জাতীয় পরিচয়পত্র করেননি তারা তারা এ কার্যক্রমে অংশ নিয়ে ভোটার নিবন্ধন করে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন। ভোটার হওয়া একজন ব্যক্তির নাগরিক অধিকার। বাংলাদেশর প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে। তাই যারা এখনো জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করেননি, অতি দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন। আসুন জেনে নেয়া যাক জাতীয় পরিচয়পত্র করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে-

জাতীয় পরিচয়পত্র করতে প্রয়োজনীয় কাগজপত্র


১। অনলাইন জন্ম নিবন্ধন এর সত্যায়িত কপি (বাধ্যতামূলক
২। শিক্ষা সনদ এর কপি (পিএসসি/ জেএসসি/ এস এস সি বা সমমানের পরীক্ষা পাসের সনদ- যদি থাকে)
৩। ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি (গ্যাস/ বিদ্যুৎ/ পানি বিলের কপি) (বাধ্যতামূলক। বাড়ির যে কোন         একজনের নামে হলেই হবে।
৪। জমির মালিকানা খতিয়ানের কপি।
৫। চৌকিদারী ট্যাক্স রশিদ/ পৌর করের রশিদ (বাধ্যতামূলক) । বাড়ির যে কোন একজনের নামে হলেই হবে।
৬। ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার রশিদ এবং ভাড়াটিয়া চুক্তিনামার কপি (বাধ্যতামূলক) । 
৭। ছবিযুক্ত ও স্মারক নম্বরসহ জাতীয়তা/ নাগরিকত্ব সনদ (বাধ্যতামূলক
৮। প্রত্যয়নপত্র (চেয়ারম্যান/ পৌর মেয়র/ ওয়ার্ড মেম্বার / ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যয়নপত্র)
৯। পিতা-মাতার এনআইডি (NID) কার্ডের কপি । পিতা-মাতার এনআইডি (NID) কার্ড না থাকলে জন্মসনদ/মৃত্যুসনদ,         ওয়ারিশ সনদ এর কপি
১০। বিবাহিত হলে কাবিননামা/ বৈবাহিক সনদের কপি
১১। বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এনআইডি (NID) কার্ডের কপি
১২। পূর্বে ভোটার হইনি মর্মে অঙ্গিকারনামা । বয়স খুব বেশি হলে বাধ্যতামূলক 
১৩। পাসপোর্ট এর কপি (যদি থাকে)
১৪। ড্রাইভিং লাইসেন্স এর কপি (যদি থাকে)
১৫। টিআইএন (TIN) এর কপি (যদি থাকে)
১৬। রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট (বাধ্যতামূলক না, তবে জমা দিতে পারলে ভালো)
১৭। আবেদনকারী শারীরিকভাবে প্রতিবন্ধী হলে, প্রতিবন্ধী সনদ জমা দিতে হবে। 
১৮। আবেদকারী চাকরিজীবী হলে, আবেদনের সাথে সার্ভিস আইডি কার্ডের কপি জমা দিবেন
১৯। প্রযোজ্য ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত্ব নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। (বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণকারী নাগরিক এবং বাংলাদেশের প্রতি আনুগত্য প্রত্যাহার পূর্বক বিদেশী নাগরিকত্ব গ্রহণকারী বক্তিদের ক্ষেত্রে আবশ্যক)

[বি. দ্র. সকল কাগজপত্রের মূলকপি/ সত্যায়িত কপি জমা দিতে হবে।]


দৃষ্টি আকর্ষণঃ 

আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 

Heart Academy 

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.