Header ads

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় নিয়োগ পরীক্ষা - ২০২১ || Controller General Defense Finance Office Recruitment Exam - 2021

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় 

নিয়োগ পরীক্ষা - ২০২১

 

পদ ঃ অফিস সহায়ক                                                                            তারিখ ঃ ৩১.১২.২০২১                     
সময়ঃ ৫০ মিনিট                                                                                   পূণ্যমান ঃ ৫০

গণিত

১। নিচের কোন উক্তিটি সত্য নয় ?
i. যে সামান্তরিকের একটি কোণ সমকোন তাই আয়ত ।
ii.যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে । 
iiiএকটি বৃত্তাকার পথ একবার পরিভ্রমণ করলে পরিধির দ্বিগুণ দৈর্ঘের পথ অতিক্রম করা হয় ।
ক) i ও iii    খ) ii ও  iii        গ) শুধুমাত্র iii        ঘ) সবগুলোই ।
উত্তর ঃ গ) শুধুমাত্র iii  

২। একটি ফ্লাট মালিক কল্যান সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত ২০০০০০ টাকা ব্যাংকে ৬ মাস চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক আমানত রাখলেন । মুনাফার হার বার্ষিক ১২ টাকা হলে এক বছর পর চক্রবৃদ্ধি মূল কত হবে ?
উত্তর ঃ ২,২৪,৭২০ টাকা 

৩। ২০ মিটার দীর্ঘ  একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয় । যদি  ঐ  কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো তবে ৬০০০ টাকা খরচ হতো । কামরার প্রস্থ কত?
উত্তরঃ ২০ মিটার ।

৪। ফিবোনাক্কি সিরিজের ৭ম পদ কোনটি ?
ক) ৫    খ) ৮    গ) ৩    ঘ) ১৩
উত্তর ঃ ৮

৫। একটি রম্বসের কর্ণদ্বয় ৬ সেমি এবং ৮ সেমি হলে এর বাহুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫ সেমি ।

৬। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহণা তৈরি করা হলো । ঐ গহণায় তামা ও দস্তার অনুপাত ১ঃ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ঃ৫ । ৩৮ গ্রাম ওজনের গহণায় কত গ্রাম রূপা আছে ?
উত্তর ঃ ২০ গ্রাম

৭। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে ?
উত্তরঃ ৯৮ টাকা ।

৮। একটি বাস ঘন্টায় ২৫ কিমি বেগে গাবতলী হতে আরিচা পৌছাল । আবার বাসটি ঘন্টায় ৩০ কিমি বেগে আরিচা থেকে গাবতলী ফিরে আসল । যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগল । গাবতলী থেকে আরিচার দূরত্ব কত ?
উত্তরঃ ৭৫ কিমি ।

৯। একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫ সেমি ও ৪ সেমি হলে ত্রিভুজের অপর বাহুটি কত হবে ?
উত্তরঃ ৪ সেমি ।

১০। নিচের কোন উপাত্ত থাকলে একটি নিদির্ষ্ট ত্রিভুজ সহজেই অঙ্কন করা যায় ?
ক) একটি বাহু এবং এর সংলগ্ন দুই কোন  খ) তিনটি বাহু
গ) দুই বাহু এবং একটি বিপরীত কোন      ঘ) উপরের সবগুলো 
উত্তরঃ  ঘ) উপরের সবগুলো 

১০। নিচের কোন ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সর্বসম হয় না ?
ক) উভয় ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোন সমান হলে 
খ) উভয় ত্রিভুজের তিনটি কোন সমান হলে 
গ) উভয় ত্রিভুজের তিন বাহু পরস্পর সমান হলে 
ঘ) খ ও গ
উত্তরঃ খ) উভয় ত্রিভুজের তিনটি কোন সমান হলে

১১। ⧍ABC এর ∠B⦣ ∠C হলে কোনটি সঠিক ?
উত্তরঃ AC ⦣ AB

১২। একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৩ মিটার । একটি মেশিন দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে । পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে ?
উত্তরঃ ৫ ঘন্টা ২০ মিনিট ।

বিগত সালের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ প্রশ্ন পেতে এখানে ক্লিক করুন

বাংলা

১। ‘আরোহণ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ অবরোহণ 

২। ‘প্রকৃত’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ যথার্থ ।

৩। “ভাইয়ে  ভাইয়ে বেশ মিল ” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
উত্তরঃ কর্তায় ৭মী

৪। “মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না” কোন ধরনের বাক্য ?
উত্তরঃ সরল বাক্য ।

৫। “নূপুরের ধ্বনি” এককথায় কী বলে?
উত্তরঃ নিক্বণ 

৬। “চাঁদের হাট” কথাটির অর্থ কী ?
উত্তরঃ আনন্দের প্রাচুর্য

৭। Chancellor এর পরিভাষা কোনটি ?
উত্তর ঃ আচার্য 

৮। ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

৯। ‘মরমি’ কবি কে?
উত্তরঃ হাছন রাজা 

১০। ‘কপিলা’ কোন উপন্যাসের চরিত্র ?
উত্তরঃ পদ্মানদীর মাঝি 

বিগত সালের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ প্রশ্ন পেতে এখানে ক্লিক করুন

English

1. In the sentence " The man is afraid of the dog" the word `afraid' belongs to which parts of speech?
Ans: Adjective

2. রহিম আসার আগেই করিম এসে থাকবে । এ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ -
Ans: Karim will have come before Rahim will come/
.
3. Which is the example of verbal noun?
Ans: The Writing of a good letter is difficult.

4. "He killed himself". Here 'himself' is ____
Ans: Reflexive pronoun

5. Every man is potential. Here 'every' is ____
Ans: Adjective

6. I dreamt a wonderful dream . Here the Underlined word is ___
Ans: Cognate object.

7. The government gave ____the demands of the people.
Ans: in

8. Mr. pat ___all his time ___ national disaster.
Ans: devoted, to

9. Cricket is a kind of play. It is a also a kind of ____
Ans: Insect

10. জিনিসের দাম হুহু করে বাড়ছে । এ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ__
Ans; The price of essential goods is rising by leaps and bounds
.
11. স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে।এ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ__
 Ans: Smartphones will lose their popularity sometime.

12. What is the meaning of the word 'scuttle'?
Ans: abandon

13. To end in smoke____
Ans: To come to nothing.

14. Who is the modern philosopher who was awarded Noble Prize for literature.
Ans: Bertrand Russell

মৎস্য অধিদপ্তর নিয়োগ প্রশ্ন পেতে এখানে ক্লিক করুন
সাধারণজ্ঞান
১। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
উত্তরঃ যকৃৎ

২। কোন পানিতে অক্সিজেনের পরিমান বেশি?
উত্তরঃ নদীর পানিতে

৩। সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ ---
উত্তরঃ তাপ সৃষ্টি

৪। জাতিসংঘের কোন সংস্থা করোনাভাইরাসকে Pandemic ঘোষণা করে?
উত্তরঃ  WHO

৫। মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ কুয়েত ।

৬। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তরঃ ৩ নং 

৭। কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ঢাকায় ?
ক) SAARC         খ) CIRDAP        গ) ADB        ঘ) IDB
উত্তরঃ   খ) CIRDAP 

৮। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
উত্তরঃ পর্তুগাল 

৯। অটিজম কী?
উত্তরঃ বিকাশগত সমস্যা 

১০। পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ ভারত

মৎস্য অধিদপ্তর নিয়োগ প্রশ্ন পেতে এখানে ক্লিক করুন



দৃষ্টি আকর্ষণঃ 

আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।

......... ধন্যবাদ। 

Heart Academy











কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়,কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (cgdf),কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স,কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়,কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন,কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর,জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় চাকরির অনলাইনে আবেদন,ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়,কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় ফলাফলcontroller general defence finance,controller general defense finance,controller general defence finance circular,controller general defence finance bangladesh,controller general defence finance (cgdf) job circular 2021,controller general defence finance job circular 2022,ministry of defence recruitment,controller general defence finance auditor exam question,controller general defence finance auditor questions 217


No comments

Theme images by Maliketh. Powered by Blogger.