Header ads

উদাহরণসহ বিভিন্ন প্রকার উপন্যাসের নাম | Names of different types of novels with examples

 উদাহরণসহ বিভিন্ন প্রকার উপন্যাসের নাম 

উদাহরণসহ বিভিন্ন প্রকার উপন্যাসের নাম | Names of different types of novels with examples


১. সামাজিক উপন্যাস: সামাজিক উপন্যাসে সামাজিক বিষয়, রীতি-নীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা আকাঙ্খার প্রাধান্য থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’, ‘নৌকাডুবি’, ‘যোগাযোগ’; বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’; শরৎচন্দ্রের ‘গৃহদাহ’, ‘পল্লীসমাজ’; মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’; সৈয়দ ওয়ালীউল্লাহ’র ‘লাল শালু’ প্রভৃতি সামাজিক উপন্যাসের উদাহরণ।
 
২. ঐতিহাসিক উপন্যাস: ইতিহাসের কাহিনী বা চরিত্র অবলম্বনে, ইতিহাসের প্রতি আনুগত্য রেখে শিল্পসৌন্দর্য রূপে রচিত হয় ঐতিহাসিক উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বউ ঠাকুরাণীর হাট’, ‘রাজর্ষি’; বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’, ‘রাজসিংহ’; মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ প্রভৃতি ঐতিহাসিক উপন্যাস হিসেবে বিবেচিত।
 
৩. পৌরাণিক  উপন্যাস: আদিকাল থেকে চলে আসা মানব সমাজের লোকবিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ বা সংস্কার প্রভৃতি আশ্রয় করে গড়ে ওঠে পৌরাণিক  উপন্যাস। সত্যেন সেন রচিত ‘অভিশপ্ত নগরী’, ‘পাপের সন্তান’; সেলিনা হোসেনের ‘কালকেতু ফুল্লরা’; শওকত ওসমানের ‘ক্রিতদাসের হাসি’; প্রভৃতিকে বাংলা ভাষায় রচিত পৌরাণিক উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়। 

৪. আঞ্চলিক উপন্যাস: আঞ্চলিক উপন্যাসে কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবন-আচরণ, পরিবেশ শিল্পের ছোঁয়ায় ফুটে ওঠে। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘আরণ্যক’; তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘হাঁসুলি বাঁকের উপকথা’; আলাউদ্দীন আল আজাদের ‘কর্ণফুলি’; অদ্বৈত বল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’; মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ আঞ্চলিক উপন্যাস হিসেবে পরিচিত।  

৫. কাব্যধর্মী উপন্যাস: কাব্যধর্মী উপন্যাসে  কাহিনী ও চরিত্রের মধ্য দিয়ে কাব্যের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কাব্যধর্মী ভাষা, আবেগের প্রবলতা, প্রাকৃতিক পরিবেশ, প্রেক্ষিত বর্ণনার আধিক্য প্রভৃতি উপাদান কাব্যধর্মী উপন্যাসে মুখ্য হয়ে ওঠে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডলা’; রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ কাব্যধর্মী উপন্যাসের শ্রেষ্ঠ উদাহরণ। 
৬. মহকাব্যিক উপন্যাস: বিস্তৃত পটভূমির ভিত্তিতে রচিত বিশালাকার উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস (Epic)  বলে। সেলিনা হোসেনের ৩ খন্ডে রচিত ‘গায়ত্রী সন্ধ্যা’; শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’; হাসান আজিজুল হকের ‘আগুন পাখি’ প্রভৃতি মহাকাব্যিক উপন্যাস হিসেবে বিবেচিত। 

৭. পত্রোপন্যাস: পত্রোপন্যাস বা পত্র উপন্যাসে সাধারণত চিঠি বা পত্রের বর্ণনায় কাহিনী, চরিত্র, পরিবেশ তথা উপন্যাসের বিস্তার লাভ করে। কাজী নজরুল ইসলামের ‘বাঁধনহারা’; বনফুলের ‘কষ্টিপাথর’; প্রেমেন্দ্র মিত্রের ‘প্রিয়তমাসু’; নিমাই ভট্টাচার্যের ‘মেমসাহেব’; বুদ্ধদেব গুহর ‘মহুয়ার চিঠি’, ‘সবিনয় নিবেদন’ প্রভৃতি পত্রোপন্যাসের উদাহরণ। 

৮. রহস্য উপন্যাস: রহস্য উপন্যাসে সাধারণত কোনো রহস্য উদঘাটনের রুদ্ধশ্বাস বর্ণনা থাকে যা পাঠককে উপন্যাসের শেষ পর্যন্ত আকৃষ্ট করে রাখে। সত্যজিৎ রায়ের ‘ফেলুদা সিরিজ’; নীহাররঞ্জন গুপ্ত’র ‘কালোভ্রমর’; রহস্য উপন্যাসের উদাহরণ।

৯.  গোয়েন্দা উপন্যাস: গোয়েন্দা বা ডিটেকটিভ উপন্যাসে সাধারণত কোনো অপমৃত্যু বা অপরাধের রহস্য উদঘাটনে  গোয়েন্দা তৎপরতা লক্ষ্য করা যায়। বনফুলের ‘পঞ্চপর্ব’ গোয়েন্দা উপন্যাসের উদাহরণ।

১০. রাজনৈতিক উপন্যাস: রাজনৈতিক ঘটনা ও কাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠে রাজনৈতিক উপন্যাস। একটি দেশ ও জাতির, স্থান ও কালের সামাজিক-অর্থনৈতিক-রাষ্ট্রিক ব্যবস্থা, তার দ্বন্দ্ব সমস্যা সংকট ফুটে ওঠে রাজনৈতিক উপন্যাসে। একটি সার্থক রাজনৈতিক উপন্যাসে একটি দেশ ও জাতির প্রাণময় উত্তেজনা, একটি সার্বজনীন ভাবাবেগ বিধৃত হয়; নিছক কোন রাজনৈতিক মতবাদ নয়। সতীনাথ ভাদুরীর 'জাগরী', বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ', শরৎচন্দ্রের 'পথের দাবী', রবীন্দ্রনাথের- 'চার অধ্যায়', গােপাল হালদারের 'একদা', বনফুলের 'অগ্নি' প্রভৃতি উল্লেখযােগ্য বাংলা সাহিত্যে বিখ্যাত কয়েকটি রাজনৈতিক উপন্যাস।
১১. মনস্তাত্ত্বিক উপন্যাস: মানুষের মনই এ ধরনের উপন্যাসের মূল বিচরণ ক্ষেত্র। Inner-reality বা অন্তর বাস্তবতা এখানে প্রচলিত বাস্তবতার চেয়ে বড় জায়গা পায়। ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস ‘অন্তঃশীলা’, ‘আর্বত’, ‘মোহন’ মনস্তাত্ত্বিক উপন্যাস। 

১২. চেতনাপ্রবাহ রীতির উপন্যাসচেতনাপ্রবাহমূলক উপন্যাস মূলত মনস্তত্ত্বমূলক উপন্যাসের উন্নততর রূপ। এ জাতীয় উপন্যাসে বর্হিজগতের পরিবর্তে অর্ন্তজগতের ক্রিয়া প্রতিক্রিয়া এবং কী ঘটছে তার পরিবর্তে কেন বা কী জন্য ঘটছে তা প্রকাশে মনোনিবেশ করা হয়। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ ও ‘কাঁদো নদী কাঁদো’; বঙ্কিমচন্দ্রের ‘রজনী’; গোপাল হালদারের ‘একদা’; সতীনাথ ভাদুড়ীর ‘জাগরী’ চেতনাপ্রবাহ রীতির উপন্যাস । 

১৩. রোমান্সধর্মী উপন্যাস: বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত কল্পনাময় মানবিক কাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠে রোমান্সধর্মী উপন্যাস। রোমান্স উপন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে অতিপ্রাকৃত উপাদান, দুঃসাহসিকতা, অতিকল্পনা প্ররভৃতি। বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’, ‘মৃণালিনী’, ‘চন্দ্রশেখর’; রবীণ্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’, ‘দুই বোন’, মালঞ্চ প্রভৃতি রোমান্সধর্মী  উপন্যাস।

১৪. হাস্যরসাত্মক উপন্যাস: সমাজের কোন গভীর দিক, তত্ত্ব বা তথ্য থেকে দূরে থেকে লেখক মানব জীবনের কোন অসংগতির বিষয় গ্রহণ করে পাঠককে হাসানো তথা নির্মল আনন্দ দেয়ার উদ্দেশ্যে হাস্য রসাত্মক উপন্যাস রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তির উপায়’; প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘রসময়ীর রসিকতা’; বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘ওরা ও আমরা’; রাজশেখর বসুর ‘চিকিৎসা সংকট’; সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘প্যান্টের বোতাম’ প্রভৃতি হাস্যরসাত্মক উপন্যাস।

১৫. বীরত্বব্যঞ্জক উপন্যাস: কোন বীরত্বব্যঞ্জক কাহিনী অবলম্বনে গড়ে ওঠে বীরত্বব্যঞ্জক উপন্যাস। মণীন্দ্রলাল বসুর ‘অজয়কুমার’ বীরত্বব্যঞ্জক উপন্যাস। 
১৬. আত্মজীবনীমূলক উপন্যাস: লেখকের ব্যক্তিগত জীবনানুভূতি ও জীবন দর্শনের প্রতিফলন ঘটে আত্মজীবনীমূলক উপন্যাসে। শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’; বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘পথের পাঁচলী’ প্রভৃতি আত্মজীবনীমূলক উপন্যাস। 

১৭. স্বদেশ চেতনামূলক উপন্যাস: দেশপ্রেম তথা কোন দেশ বা অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা, সংকট ও উত্তরণের উপায় যখন কোন উপন্যাসের মূল বিষয়বস্তু হয়, তখন তাকে স্বদেশ চেতনামূলক উপন্যাস বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের  গোরা, ঘরে বাইরে, চার অধ্যায় প্রভৃতিকে স্বদেশ চেতনামূলক উপন্যাস এর উদাহরণ।  

১৮. ভ্রমণ উপন্যাস: কোন দেশ, ঐতিহাসিক বা দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা, ভ্রমণ স্থানের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা লেখক কাহিনী ও চরিত্র সৃষ্টির মাধ্যমে যে উপন্যাসে ফুটিয়ে তোলেন তাকে ভ্রমণ উপন্যাস বলে। মুহম্মদ আবদুল হাই এর ‘বিলেতের সাড়ে সাতশ দিন’; সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ’ প্রভৃতি ভ্রমণ উপন্যাস। 

১৯. রূপক বা প্রতীকী উপন্যাস: যে উপন্যাসে লেখক বাহ্যিক কোনো ঘটনা বা অনুষঙ্গের আবরণে ভিন্ন কোনো মূল বক্তব্যবিষয়ের প্রতি পাঠকদের ইঙ্গিত প্রদান করেন, তাকে রূপক বা পতীকী উপন্যাস বলে। শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’, ‘সমাগম’, ‘রাজা উপাখ্যান’, ‘পতঙ্গ পিঞ্জর’  প্রভৃতি সার্থক রূপক উপন্যাস। 

২০:  বৃত্তিমূলক উপন্যাস: যে উপন্যাসে বিশেষ পেশাজীবী বা বৃত্তিধারী সম্প্রদায়ের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, সংস্কৃতি ও জীবনাদর্শন উপস্থাপিত হয়, তাকে বৃত্তিমূলক উপন্যাস বলে। তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের ‘নাগিনী কন্যার কাহিনী’; সমরেশ বসুর ‘বাঘিন’; অতিন বন্দ্যোপাধ্যায়ের ‘সমুদ্র মানুষ’ প্রভৃতি বৃত্তিমূলক উপন্যাসের উদাহরণ। 
২১:  বৃত্তিমূলক উপন্যাস: যে উপন্যাসে বিশেষ কোনো সমস্যা বা মতবাদ প্রচার উগ্র হয়ে ওঠে তাকে উদ্দেশ্যমূলক উপন্যাস বলে। এ ধরণের উপন্যাসে সমাজের কোন বিশেষ সমস্যা বা বিষয় নিয়ে লেখক তার নিজস্ব চিন্তাভাবনার অনুকূলে কাহিনী ও চরিত্র নির্মাণ করে তার উদ্দেশ্য হাসিল করেন। শরৎচন্দ্রের ‘পথের দাবি’; ইসমাইল হোসেন সিরাজীর ‘রায়নন্দিনী’ প্রভূতি উদ্দেশ্যমূলক উপন্যাস। 

দৃষ্টি আকর্ষণঃ 

আমাদের ওয়েবসাইটে (Heart Academy) বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিসহ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়ে থাকে। আমরা সাধারণ শিক্ষাসহ বিভিন্ন শিক্ষামূলক নিবন্ধ প্রকাশ করে থাকি।  তাই নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রইল। ওয়েব এড্রেস: www.heartacademy.xyz । নিয়মিত আপডেপ পেতে উপরের ডান কর্ণার থেকে ওয়েবসাইটটি Follow করে রাখেতে পারেন। মনে রাখার জন্য নিচের সোস্যাল মিডিয়া আইকনে ক্লিক করে লেখাটি আপনার টাইম লাইনে সেইভ রাখতে পারেন অথবা আপনার নিকটজনের কাছে শেয়ার করতে পারেন।
......... ধন্যবাদ। 
Heart Academy

বাংলা উপন্যাসের নাম,বাংলা উপন্যাসের প্রশ্ন,পথের পাঁচালী উপন্যাসটি কে রচনা করেন,দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা কে, উপন্যাস কাকে বলে,উপন্যাস কী? বাংলা উপন্যাসের ধারা।,what is novel- উপন্যাস কী? বাংলা উপন্যাসের ধারা। বাংলা উপন্যাস, উপন্যাস কী ও তার বৈশিষ্ঠ্য, উপন্যাসের ধরণ, উপন্যাস ও ছোটগল্পের পার্থক্য, উপন্যাসের প্রকারভেদ, বাংলা সাহিত্যের উপন্যাস ও চরিত্র গুলির নাম pdf, উপন্যাসের সমস্যা, উপন্যাস কী? বাংলা উপন্যাসের ধারা।, what is novel- উপন্যাস কী? বাংলা উপন্যাসের ধারা। উপন্যাস, বাংলা উপন্যাসের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক কারা, বাংলা উপন্যাস, বাংলা সাহিত্য উপন্যাস, উপন্যাস কী ও তার বৈশিষ্ঠ্য, উপন্যাস সাহিত্যের রুপ রীতি, রূপক অলংকারের সংজ্ঞা শ্রেণিবিভাগ ও উদাহরণ, বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক বিভিন্ন মত, বাংলা উপন্যাসের ধারা।

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.