Header ads

ভালোবাসার চারা কবিতা || Short poems of love

bangla poem,bengali poem,bangla kobita,poem,bangla kobita abritti,bengali poem recitation,bangla,short poem,bangla shayari,bangla sad short love story,bengali short poem on love,beautiful poem,sad bangla poem,shayari bangla,childrens day poem,bangli poem,bengali love poem,bengali poem love,good poem,love poem,rabindranath tagore poem,bangla status poem,romantic and sad short love story bangla,funny poem,bangla chora,bangla poetry
ভালোবাসার চারা কবিতা


অণুকাব্য- ৪১

তুমি আর যা ই বলো
ভালোবাসা নয় ভালো
তুমিও জানো ইতিহাস ।
কেউ দেবদাস হয়
কেউ পার্বতী হয়
কেউ রাধা হয়ে 
কাঁদে বারোমাস ।
....... (09.10.2015)


অণুকাব্য- ৪০

তুমি বৃষ্টি এলেই ভিজো
হয়ে ওঠো বন্য
মন চায় বৃষ্টি হতে
শুধু তোমার জন্য।
বৃষ্টি ভিজে কাঁপে তোমার
সিক্ত অধর দুটি
মন চায় কদম হয়ে
তোমার ঠোটে ফুটি।


অণুকাব্য- ৩৯

আমি যখন
ক্লান্ত এবং দুঃখি
সকল আশা
যখন দুরাগত,
দোলাইরপাড়ের পথে
যখন হাটি
তখন আমি
তোমার চিন্তারত।
............ অনুদৃতঃ
মূলঃ আড্রিয়ান মিশেল

অণুকাব্য- ৩৮

তুমি আমার যত
আমি তোমার তত না,
ভালো বাসা বাসি তাই
মনের মত না।
(02.08.2013)


অণুকাব্য- ৩৭

তুমি কিন্তু আমার
শরীর যেমন জামার
(20.07.2013)


অণুকাব্য- ৩৬

প্রেম পড়েছে
আমার ওপর
হুট করে,
সব নিয়েছে
লুট করে।
(23.07.2013)


অণুকাব্য- ৩৫

লেগেই আছে
জীবনভর অভাব
তবুও গেলনা
ভালোবাসার স্বভাব।
(10.08.2013)

অণুকাব্য- ৩৪

সিলভিয়া
সিলভি
ভেঙে দিলি
মন প্রাণ
ভেঙে দিলি
দিলভি ।
(06.09.2013)


অণুকাব্য- ৩৩

প্রেমের শেষে
ঘর বাধিলেঁ
ঝামেলা হয় হিউজ,
সেই ঝামেলায়
দিনে দিনে
প্রেমের বাতি ফিউজ।
(01.09.2013)


অণুকাব্য- ৩২

দুষ্ট লোকেরা
কথা বলবেই,
"প্রেম এক্সপ্রেস"
তবু চলবেই।
প্রেম বীজ
মনে মনে জাগবেই,
রং ধরে
ফল হয়ে পাকবেই।
(31.08.2013)


অণুকাব্য- ৩১

ভালোবাসা কথাটি
মুখে আছে বুকে নাই,
তুমি ছাড়া আমি তাই
সুখে নাই।
(25.07.2013)

অণুকাব্য- ৩০

খাই না এখন আর সুজি
তাই কিছু কিছু বুঝি
প্রেমে পড়ে অনেকেই
ভুসিকেও ভাবে সুজি
(23.07.2013)


অণুকাব্য- ২৯

আমার ভালো বাসা
এখনো কারো কাছে
বিক্রি করি নাই...
কি আর করা তাই
এখনো শুধু ভালোবাসা
ভাড়া দিয়ে খাই ।

অণুকাব্য- ২৮

ভালো বাসা To-let দিয়ে
এখন আমি দিশে হারা
লেগে গেছে সিরিয়াল
কাকে আগে দেই ভাড়া


অণুকাব্য- ২৭ 

এখন আমি
একটা জিনিস জানি
Without money
Love is always funny

অণুকাব্য- ২৬

মাঝে মাঝে খবর নিলে

রিলেশনটা মিষ্টি হয়,

ধীরে ধীরে এমনি করেই

ভালোবাসা সৃষ্টি হয়

 


 অণুকাব্য- ২৫


হালকা হালকা মেঘ

অল্প অল্প বৃষ্টিতে

দেখেছি ভালোবাসা

লাজুক চোখের দৃষ্টিতে


অণুকাব্য- ২৪


করার ছিল 

অনেক কিছু

ছুটলাম শুধু

তোমার পিছু

অণুকাব্য- ২৩

একদিন চলে যাবো

কেটে যাবে সব লাইন,

সেদিনও বলে যাবো

ভালো থেকো, থেকো ফাইন।


অণুকাব্য- ২২

ভালোবেসে যতই ডাকো

লক্ষ্মী , বাবু , সোনা

এসব গান বেশ পুরানো

আগে থেকেই শোনা 


অণুকাব্য- ২১

কী এমন কামড়

দিয়েছে সোনা 

এ বুকের মাঝে,

অমাবশ্যা পূর্ণিমায়

এ বুকের বাম পাশটায়

চিনচিন ব্যথা বাজে 


অণুকাব্য- ২০

জড়াতে চাইনা

ছাড়াতে চাই

এড়াতে গিয়েও 

জড়িয়ে ফেলি,

ফিরে গিয়ে

ফিরে পেতে চাই,

যেতে যেতে 

ভালোবেসে ফেলি

অণুকাব্য- ১৯

আমার একটা 

তুমি ছিল,

সুখ চাষের

ভূমি ছিল 


অণুকাব্য- ১৮

বৃষ্টি তুমি মাঝরাতে

আবার এসো,

আমি ব্যালকনিতে

থাকবো দাঁড়িয়ে,

সারা শহর নিশ্চুপ হবে ঘুমে

আমি ছুঁব তোমায়

দু'হাত বাড়িয়ে 

অণুকাব্য- ১৭

হৃদয়ের ক্যানভাসে

কারো হাসি মুখ ভাসে

জীবনের বারো মাসে

সেই ছবি এঁকে যাই

যত ভাবি ভুলে যাব,

ভুলে যেতে ভুলে যাই 


অণুকাব্য- ১৬

কী আর ক্ষতি, বল

মিল্কিওয়ে পাড়ি দিব

তোর হাত ধরেই, চল 

অণুকাব্য- ১৫

এসো...

সব দ্বিধা দ্বন্দ্ব কাটি

যতদূর সম্ভব

আরো কিছুটা পথ

পাশাপাশি হাটি 


অণুকাব্য- ১৪

ভালোবাসা যেটুকু দেখো

চোখে, মুখে, হাসিতে

না, পুরোটাই অভিনয় নয়

কিছুটা ধার দেনা করে পাওয়া,

বাকিটা হারানোটা লুকাতে 

অণুকাব্য- ১৩

দখিন হাওয়া বইবে যখন

পড়বে ঝরে বৃষ্টি ফোটা,

আহা রে প্রেম ছটফটিয়ে

নিদ্রা থেকে জেগে ওঠা ।

............ অনুদৃতঃ

মূলঃ হিলারি ম্যান্টেল

অণুকাব্য- ১২

যাহার প্রেমের ছোঁয়া পেয়ে

মন হয়েছে কালার

মাল্টি মনের সেই মেয়েটি

পাশের বাড়ির খালার ।

হঠাৎ সে যে উড়ে গেল
ভেঙে মনের পিঞ্জিরা ,
মন ছিল তার ধোলাইখালের
প্রেমটা মেইড ইন জিঞ্জিরা ।


অণুকাব্য- ১১

ভালোবেসে যতই ডাকো

লক্ষ্মী , বাবু , সোনা

এসব গান বেশ পুরানো

আগে থেকেই শোনা

কলা করে যতই বলো

জানু, সুইট হার্ট, থাক

ওসব কথা শুনেও দিল

করে না ধাক ধাক 


অণুকাব্য- ১০

ভালোবাসা মানে

ফিনিক্স পাখির ঠোঁট

ভালোবাসা মানে

ফিনিক্স পাখির ডানা,

ভালোবাসা মানে

একটা ফিনিক্স পাখি 

ভালোবাসা মানে

পাখির দুটো ছানা 


অণুকাব্য- ৯


সোনাই,

একটা কথা শোনাই,

বিড়াল কিন্তু মান্দার গাছে

সাধে ওঠে না

দাগ দিতে চাইলে 

ভেবে চিন্তে দিও, সার্ফএক্সেলে কিন্তু

সব দাগ ওঠেনা 


অণুকাব্য- ৮

পাশে যে ছিল 

সে আমার 

পাশের কেউ নয়, 

কাছের কেউ নয়, 

সে আমার 

দুরের কেউ নয়, 

নয়তো ছায়া 

শুধুই মায়া 

পাশে থাকার 

কাছে থাকার 

একটু অভিনয় 

অণুকাব্য- ৭

মেয়েটি হাত ধরেছিল,

অনেকটা পথ হেটেও ছিল,

হয়তো স্বপ্নও দেখেছিল

বাকিটা পথ একসাথে হাটার

মেয়েটির মা ছিল জ্যোর্তিরবিদ,

মেয়েকে স্বপ্ন দেখালো 

ভীনগ্রহের কোন রাজপুত্রের

মেয়েটি কালো বোরকা পড়তো,

আর, এখন আমি বুজতে লিখেছি, 

" ভালোবাসা মানে সাদা কাক" 

অণুকাব্য- ৬

কখনো ভাবিনি আগে

আমাদের পথ হবে 

এতোটাই সহজ, 

এতোটাই সরল

রেল লাইনের মতো সমান্তরাল

মিলবেনা কোনোদিন

যদিও পাশাপাশি হাটি অনন্তকাল 


অণুকাব্য- ৫

তোমার গালে টোল ছিল
আমার হৃদয় দুলছিল ।


অণুকাব্য- ৪

আমি চাতক পাখি নই
তবু বৃষ্টির আশায় থাকি ,
বৃষ্টি এলেই তূমি
ছাদে এসে ভিজ
আমি অবাক হয়ে দেখি ।

08.08.2013


অণুকাব্য- ৩

পাশের বাড়ির আঙ্কেলকে

সময় দিলাম বিশ দিন

এরই মাঝে মেয়ে না হয়

এক শিশি বিষ দিন

অণুকাব্য- ২

প্রেমের এপ্লিকেশন

যত দিচ্ছি তার দরবারে

ততই মেয়ের দরবাড়ে

(13.08.2013)


অণুকাব্য- ১

আমিহীন জেনো তুমি

পায়া ছাড়া টুল

মিষ্টি সুবাস ছাড়া

তরতাজা ফুল,

আমি ছাড়া তুমি তাই

ষোল আনা ভুল।

17.09.2013





No comments

Theme images by Maliketh. Powered by Blogger.