Header ads

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি - নির্মলেন্দু গুন || SMA Hanif || Heart Academy https://youtu.be/eIs4qK-3P8Q

ইউটিউব চ্যানেল লিংক: 

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি

- নির্মলেন্দু গুন

সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, ‘সমকাল’ পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারো স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে, শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না-ফোটা কৃষ্ণচূড়ায় শুষ্ক-ভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক, আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক; আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। (এই কবিতাটি কবি সিকানদার আবু জাফর প্রতিষ্ঠিত মাসিক সমকাল-এ ১৯৭৭ সালে প্রথম প্রকাশিত হয় )

1 টি মন্তব্য:

  1. 3) The SR-71 "Blackbird" was one of the first aircraft to make extensive use of titanium inside its structure, paving greatest way|the method in which} for its use in modern army and business aircraft. An estimated 59 metric tons are used within the Boeing 777, forty five within the Boeing 747, 18 within the Boeing 737, 32 within the Airbus A340, 18 within the Airbus A330, and 12 within the Airbus A320. The Airbus A380 may use 146 metric tons, including about 26 tons within the engines. In engine functions, titanium is used for rotors, compressor blades, hydraulic system components, and nacelles. B) Because of its excessive strength-to-weight ratio, titanium and its alloys titanium are extensively used in each aerospace and non-aerospace functions.

    উত্তরমুছুন

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.